প্রাথমিক শিক্ষকদের মিছিলে পুলিশের বাধা, শাহবাগে সাউন্ড গ্রেনেড

প্রাথমিক শিক্ষকদের শাহবাগ অভিমুখী পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ।

শনিবার বিকেল ৪টার দিকে রাজধানীর শাহবাগ থানার সামনে এ ঘটনা ঘটে। আন্দোলনরত শিক্ষকরা জানান, তারা জাতীয় শহীদ মিনার থেকে ‘কলম সমর্পণ’ কর্মসূচির অংশ হিসেবে মিছিল নিয়ে শাহবাগের দিকে যাচ্ছিলেন। এসময় পুলিশ বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষকরা অভিযোগ করেন, পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছোড়ে, এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হন।

ঘটনার পর আন্দোলনকারীরা পুনরায় শহীদ মিনারে ফিরে গিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন। সকাল থেকে সেখানে শতাধিক শিক্ষক অবস্থান করছেন বলে জানা গেছে।

‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বিভিন্ন অংশসহ চারটি সংগঠন এ কর্মসূচি পরিচালনা করছে। সংগঠনগুলো হলো- বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম-শাহিন), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (শাহিন-লিপি) এবং সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ। এ ছাড়াও ঢাকা–চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরাও আন্দোলনে যোগ দেয়ার ঘোষণা দিয়েছেন।