সুদানে ভয়াবহ মানবিক বিপর্যয়, এল-ফাশির শহর RSF দখলে

সুদানে চলমান গৃহযুদ্ধ আরও তীব্র আকার ধারণ করেছে। পশ্চিম দারফুরের এল-ফাশির শহরটি সম্পূর্ণ দখলে নিয়েছে পারামিলিটারি বাহিনী Rapid Support Forces (RSF)। শহরটি দারফুর অঞ্চলে সেনাবাহিনীর শেষ শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল।

গত কয়েক মাস ধরে এল-ফাশিরে সরকারপন্থী সেনা ও RSF-এর মধ্যে সংঘর্ষ চলছিল। স্থানীয় সময় অক্টোবরের শেষ দিকে RSF পুরোপুরি শহরের নিয়ন্ত্রণ নেয়। সংঘর্ষে শতাধিক মানুষ নিহত ও হাজারের বেশি আহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

জাতিসংঘের মানবিক সংস্থা UNOCHA জানিয়েছে, শহর দখলের পর থেকে অন্তত ৬০ হাজারের বেশি মানুষ এলাকা ছেড়ে পালিয়েছে। খাবার, পানি ও চিকিৎসাসেবার চরম সংকট দেখা দিয়েছে। শহরের বেশিরভাগ হাসপাতাল এখন বন্ধ বা ধ্বংস হয়ে গেছে।

২০২৩ সালের এপ্রিলে RSF ও সুদানি সেনাবাহিনীর মধ্যে ক্ষমতা ভাগাভাগি নিয়ে সংঘাত শুরু হয়। সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং RSF প্রধান মোহাম্মদ হামদান দাগালো (হেমেদতি) — উভয়েই নিজেদের বৈধ সরকার দাবি করে আসছেন।

এই সংঘাতের কারণে সুদানের প্রায় ৩০ মিলিয়ন মানুষ বর্তমানে মানবিক সহায়তার প্রয়োজনীয়তায় রয়েছে। এর মধ্যে শিশুদের অবস্থা সবচেয়ে করুণ। আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংগঠনগুলো যুদ্ধবিরতির আহ্বান জানালেও তা এখনো বাস্তবায়িত হয়নি।

বিশ্লেষকরা আশঙ্কা করছেন, চলমান সহিংসতা বন্ধ না হলে সুদান দ্রুত একটি পূর্ণমাত্রার মানবিক বিপর্যয়ের দিকে এগিয়ে যাবে।