বরগুনা সায়েন্স সোসাইটির আয়োজনে দুই দিনব্যাপী “বিএসএস মহাকাশ ক্যাম্প ২০২৫”-এ অংশ নিয়ে সায়েন্স শো প্রদর্শন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাব। ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর বরগুনা সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত এই ক্যাম্পে রাবি সায়েন্স ক্লাবের আকর্ষণীয় বিজ্ঞান প্রদর্শনী উপভোগ করেন এক হাজারেরও বেশি শিক্ষার্থী, শিক্ষক ও দর্শক।
বিজ্ঞানের বাস্তব প্রয়োগ তুলে ধরতে আয়োজিত এই সায়েন্স শোতে দর্শকদের মধ্যে সৃষ্টি হয় গভীর উৎসাহ ও আগ্রহ। রাবির শিক্ষার্থীরা ‘লেজি বল’, ‘সিংগিং পাইপ’, ‘দৈত্যের ধোঁয়া’ ও ‘ভ্যানিশিং গ্লাস’সহ ১০টিরও অধিক বিজ্ঞান প্রদর্শনী উপস্থাপন করেন। প্রতিটি শোর পর তাৎক্ষণিক প্রশ্নোত্তর পর্ব শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আরও উদ্দীপিত করে।
বরগুনা সায়েন্স সোসাইটির বিশেষ আমন্ত্রণে অংশগ্রহণের মাধ্যমে রাবি সায়েন্স ক্লাব দেশের বিভিন্ন অঞ্চলে বিজ্ঞানচর্চা ও বিজ্ঞানের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তুলতে ভূমিকা রাখছে বলে আয়োজকরা মনে করেন। তরুণদের মধ্যে যুক্তিবাদী ও অনুসন্ধিৎসু মানসিকতা তৈরিতে এ ধরনের উদ্যোগের গুরুত্বও তুলে ধরেন তারা।
বরগুনা সরকারি কলেজের এক শিক্ষার্থী অনুভূতি প্রকাশ করে বলেন, “রাবি সায়েন্স ক্লাবের সায়েন্স শো একেবারে আলাদা অভিজ্ঞতা। বইয়ের পাতার বিজ্ঞান আজ বাস্তবে দেখলাম।”
উল্লেখ্য, চার সদস্যের এ প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন রাবি সায়েন্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক সুলাইমান, প্রচার সম্পাদক মাহমুদুল হক ভূইয়া, সমাজকল্যাণ সম্পাদক মোঃ সাব্বির আহম্মেদ এবং সদস্য মোহাম্মদ সোহান তানভীর।
অংশগ্রহণ শেষে রাবি সায়েন্স ক্লাব আয়োজকদের ধন্যবাদ জানিয়ে সবাইকে আসন্ন “৯ম আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা”-তে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।
