রাজস্থলী রাংগামাটি প্রতিনিধি- সারাদেশে চলছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব। অফিস আদালত, স্কুল কলেজ মাদ্রাসা সব জায়গায় আতংকিত সাধারণ জনগন।

ইতিমধ্যে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। অলংকার মোড়ে করোনা ভাইরাসে আতংকিত না হওয়ার জন্য রাস্তায়, খাবার হোটেল মার্কেট, কাঁচাবাজার ও গাড়িতে করোনা সম্পর্কে সচেতনতা বাড়াতে পেস্টুন ও মাস্ক বিলি করেছেন পাহাড়তলী থানা ও রেডক্রিসেন্ট।

আজ সকাল ১১টায় অলংকার পুলিশ বক্সের সম্মুখে র‍্যালী দিয়ে শুরু হয় কার্যক্রম। র‍্যালী শেষে পেস্টুন ও মাস্ক বিলি করা হয়েছে।

পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ মঈনুর রহমান বলেন, আমরা পুলিশ হলেও এদেশের সন্তান, দায়িত্ব ও কর্তব্য হতেই এই কাজ করছি, তিনি আরো বলেন সিএমপি কমিশনার স্যার সহ উচ্চ পদস্থ অফিসারদের সহযোগিতা আছে বলেই মহতি কাজে সাহস পায়। করোনা ভাইরাসে কেউ আক্রান্ত হলে সরাসরি যোগাযোগ করলে সহায়তা করার আশ্বাস দেন।

উক্ত কার্যক্রমে উপস্থিত হয়ে বক্তব্য  রাখেন  ডঃ মেসবাহ উদ্দিন তুহিন , মেডিকেল ডিরেক্টর , আলআমীন হাসপাতাল লিঃ ও সভাপতি , ক্যাব , আকবরষা থানা .. আব্দুর জব্বার  , সেক্রেটারি , রেড  ক্রিসেন্ট  ,চিটাগাং সিটি ইউনিট , লিও মহিউদ্দিন সিরাজ,   সালাউদ্দিন জিকু,  কামরুল হাসান রানা. পুলিশ  সদস্য, ছাত্র ও  যুব রেডক্রিসেন্ট চট্টগ্রামের সদস্য তানজিব  . কৃষ্ণ  .তৌহিদ  .