অভিনয় ও সংসারের পাশাপাশি ফেসবুকেও খুব সরব এই অভিনেত্রী। বিয়ের কদিন পার হতেই না হতেই তার ফেসবুকে টুঁ মারলে দেখা যাচ্ছে নানা আবেগময় স্ট্যাটাস।
দুই বছর না ঘুরতেই তাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিচ্ছেদ পত্রে সই করেন তারা। বিচ্ছেদের পেছনে শবনম ফারিয়ার নেই কোনো অভিযোগ।
এ প্রসঙ্গে শবনম ফারিয়া বলেন, ‘আমরা ভালোবেসে বিয়ে করেছি। অনেক পরিকল্পনা ছিল সংসার ঘিরে। কিন্তু নানাবিধ কারণে সেগুলো বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ফলে আমরা দুজনে মিলেই দলছুট হওয়ার মতো কঠিন সিদ্ধান্তটি নিয়েছি।’
গত বছরের ১ ফেব্রুয়ারি জমকালো আয়োজনের মাধ্যমে বিয়ের বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী শবনম ফারিয়া ও বেসরকারি চাকরিজীবী হারুন অর রশীদ অপু। ২০১৫ সালে ফেসবুকের মাধ্যমে ফারিয়া-অপুর পরিচয় হয়। এর পর দুজনের ভালো বন্ধুত্ব হয়। বন্ধুত্বের সীমানা পেরিয়ে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে আংটি বদল হয় তাদের।