সদ্য অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে ‘সাধারণ সম্পাদক’ পদে সৃষ্ট জটিলতা নিয়ে সিদ্ধান্ত জানিয়েছে আপিল বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ি নবনির্বাচিত জায়েদ খানের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন আপিল বোর্ডের প্রধান সোহানুর রহমান সোহান।


সোহানুর রহমান জানান, জায়েদ খান ও চুন্নু ছাড়া বাকি সকল পদের ফলাফল অপরিবর্তিত থাকবে। চুন্নুর স্থলে নাদির খানকে কার্যকরী পরিষদের সদস্য ঘোষণা করা হলো।

আপিল বোর্ড প্রধান বলেন,জনাব জায়েদ খানের প্রার্থিতা বাতিল হওয়ায় অপর সাধারণ সম্পাদক প্রার্থী ১৬৩ ভোট প্রাপ্ত নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়। কার্যনির্বাহী প্রার্থী জনাব চুন্নুর প্রার্থিতা বাতিল হওয়ায় এই পদে ১৭৯ ভোট প্রাপ্ত জনাব নাদির খানকে জয়ী ঘোষণা করা হলো।