দেশের উন্নয়ন হলেও অনেকেই তা দেখে না, কারণ উন্নয়ন দেখার ইচ্ছে তাদের নেই। যারা উন্নয়ন দেখে না তাদের চোখের চিকিৎসা করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বিকেলে আওয়ামী লীগের স্বাধীনতা দিবসের আলোচনায় একথা বলেন তিনি।
তিনি বলেন, জনগণ সেবা করার সুযোগ দিয়েছে বলেই দেশ বিশ্বে উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছেছে।
প্রধানমন্ত্রী জানান, আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন মানবসম্পদ তৈরি করা হচ্ছে, যাতে সব অবস্থায় মানিয়ে নেয়া যায়। বাংলাদেশের উন্নয়নকে আর কেউ বাধাগ্রস্ত করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।