শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন সাকিব আল হাসান ও পেসার রেজাউর রহমান। তবে বাদ পড়েছেন সাদমান ইসলাম। দলে রাখা হয়নি তাসকিন আহমেদকেও।

আজ দুপুরে এক বিবৃতিতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। তবে, এ দলের সঙ্গে নাম আছে শরিফুল ইসলামেরও। তিনি ফিট হয়ে উঠলে দলে যোগ দেবেন। তখন স্কোয়াড হবে ১৬ জনের।

বাংলাদেশ দল

মুমিনুল হক(অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম (ফিটনেস সাপেক্ষে)।