রানা প্লাজা ট্র্যাজেডির ৯ বছর পেরিয়ে যাচ্ছে আজ। দেশের ইতিহাসে ভয়াবহ ভবন ধসের ঘটনা ‘রানা প্লাজা ট্র্যাজেডি’। ২০১৩ সালের ২৪ এপ্রিল ৯ তলার একটি ভবনের পুরোটাই ধসে পড়েছিল। এ ঘটনায় ইট-কংক্রিটের নিচে চাপা পড়ে মারা যান ১ হাজার ১৩৮ জন শ্রমিক। এতোগুলো বছর পেরিয়ে গেলেও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের আক্ষেপ কমেনি। সহকর্মী ও প্রিয়জনদের হারানোর কষ্ট প্রতিনিয়ত তাড়িয়ে বেড়ায় তাদের। ২০১৩ সালের ২৪ এপ্রিল ৯ তলার একটি ভবনের পুরোটাই ধসে পড়েছিল।
এ ঘটনায় ইট-কংক্রিটের নিচে চাপা পড়ে মারা যান ১ হাজার ১৭৫ জন শ্রমিক। এ ছাড়া বিশ্বের তৃতীয় বৃহত্তম শিল্প দুর্ঘটনা হিসেবে বিবেচিত রানা প্লাজা ট্র্যাজেডিতে আহত হয়ে ও পঙ্গুত্ব নিয়ে মানবেতর জীবনযাপন করছেন দুই সহস্রাধিক মানুষ। বাঁচার তাগিদে তাদের অনেকে আজও জীবিকার খোঁজ করে চলেছেন। অসুস্থতা ও শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে আপস করে কেউ কেউ কাজেও ফিরেছেন।
রানা প্লাজার চতুর্থ তলায় ফ্যান্টম অ্যাপারেলস কারখানায় ফিনিশিং আয়রনম্যানের কাজ করতেন ইমাদুল ইসলাম এমদাদ। ভবনের নিচে চাপা পড়েছিলেন তিনিও। ৩৬ ঘণ্টা পর তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
এমদাদ বলেন, ‘২৩ এপ্রিল বিল্ডিংয়ে ফাটল ধরলে আমাদের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। পরে আমাদের জানানো হয়, পরদিন ২৪ এপ্রিল প্রতিটি সেকশন খোলা থাকবে। যদি কেউ না যায়, তবে তার বেতন আটকে দেওয়া হবে।’
এমন নির্দেশনা পেয়ে পরদিন আরও অনেকের মতো ভবনের গেটে গিয়ে হাজির হন এমদাদ। তিনি বলেন, ‘তখন বড় বড় স্টাফরা আমাদের জোর করে কারখানায় উঠাইছিল। ৪৫ মিনিটের মতো আমরা কাজও করেছিলাম। এরপর বিদ্যুৎ চলে গেলে বিকট শব্দের পরই বুঝতে পারি আমাদের গায়ের ওপর বিল্ডিং পড়ে আছে।
‘তখন বাঁচাও বাঁচাও বলে আমরা অনেক চিৎকার করছি। ৩৬ ঘণ্টা পর উদ্ধারকর্মীরা আমাদের ওখান থেকে বের করছিল। পরে এনাম মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয় আমাকে। পরে আমার বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ব্যথা ও মানসিক সমস্যা দেখা দেয়। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাও নিয়েছি। লিভারের সমস্যা দেখা দিয়েছে।’