গ্রীষ্মের মৌসুমে গরমে দুর্বিসহ অবস্থা চারিদিকে। পাশের দেশ ভারতে প্রতিদিন তাপমাত্রা গড়ে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠছে। এমনকি গ্রীষ্মে শীতল থাকা শহরগুলোতে এই বছর নতুন ধরণের তাপ অনুভূত হচ্ছে৷ এত বেশি তাপমাত্রা দেখে অনেকে তামাশাও করে বলেও ফেলেন এই গরমে বাইরে বসে খাবারও রান্না করা যায়!
সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে গ্ৰীষ্ম কালকে কেন্দ্র করে তৈরি হচ্ছে একাধিক মিমস। কখনো দেখা যাচ্ছে রোদের তাপে ডিম ভাজতে তো কখনো দেখা যাচ্ছে রুটি ভাজতে।
এরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যাচ্ছে এক গৃহবধূ গাড়ির বনেটের উপর রুটি সেঁকছেন।এই ভিডিওটি শেয়ার হয়েছে টুইটারে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে যে এক গৃহবধূ গাড়ির বনেটের উপর রুটি বেলে সেটাকে রোদের তাপেই সেঁকছেন। এই ঘটনাটি হয়েছে উড়িষ্যার শোনপুরে।
Scenes from my town Sonepur. It’s so hot that one can make roti on the car Bonnet 😓 @NEWS7Odia #heatwaveinindia #Heatwave #Odisha pic.twitter.com/E2nwUwJ1Ub
— NILAMADHAB PANDA ନୀଳମାଧବ ପଣ୍ଡା (@nilamadhabpanda) April 25, 2022