বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়, দেশটির রাজধানী ঢাকার কলাবাগানের তেঁতুলতলা খেলার মাঠে কোনো থানা নির্মাণ করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এলাকার লোকজন আগের মতোই এই খেলার মাঠ ব্যবহার করবে।” বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানানস্বরাষ্ট্রমন্ত্রী। “তবে মাঠের জমি পুলিশেরই থাকবে এবং এর রক্ষণাবেক্ষণও করবে পুলিশ,” জানান তিনি।

তাহলে কলাবাগান থানা কোথায় হবে-এমন প্রশ্নে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‌‘পরে অন্য কোথাও জয়গা নির্ধারণ করা হবে থানার জন্য।’

তেঁতুলতলা মাঠে থানার জন্য যে অবকাঠামো নির্মাণ করা হয়েছে সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‌‘এটা কোনও সমস্যা না। অবকাঠোমো বেশি কিছু হয়নি। জয়গাটি এলাকাবাসী যেভাবে ব্যবহার করতেন সেভাবেই করবেন।’