রাজধানীর কলাবাগানে তেঁতুলতলা মাঠ রক্ষায় আন্দোলন করা সৈয়দা রত্না ও তার ছেলে ইসা আব্দুল্লাহ পিয়াংশুকে দিনভর আটকে রাখার পর মুচলেকা নিয়ে মধ্যরাতে ছেড়ে দিয়েছে পুলিশ।

রোববার দিবাগত রাত ১২টার পর তাদের ছেড়ে দেয়া হয়। এর আগে, সকালে রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে থানার ভবন নির্মাণের ঘটনার প্রতিবাদ করে ফেসবুক লাইভ করায় সৈয়দা রত্না ও তার ছেলে পিয়াংশুকে আটক করা হয়।

তবে, তাঁদের মুচলেকা দিয়ে ছাড়া পেতে হয়েছে। রোববার দিবাগত রাত প্রায় সাড়ে ১২টার দিকে কলাবাগান থানা থেকে দুজনকে মুক্তি দেওয়া হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের নিউ মার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

শরীফ মোহাম্মদ বলেন, সৈয়দা রত্নার নামে মামলার প্রস্তুতির পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। রত্না মুচলেকা দিয়েছেন। তিনি পুলিশের কাজে আর বাধা দেবেন না বলে জানিয়েছেন। এ পরিপ্রেক্ষিতে রাতে তাঁর পরিবারের জিম্মায় রত্না ও তাঁর ছেলেকে ছেড়ে দেওয়া হয়েছে।