২০১৮ সালের প্রতিশোধ ’২২-এ নেবে, নাকি রিয়াল মাদ্রিদের কাছে আরেকটি চ্যাম্পিয়ন্স লিগ খোয়াবে লিভারপুল? মহারণ ঘিরে প্রশ্নের অন্ত নেই। শক্তিমত্তায় কাছাকাছি দুটি দল, কিন্তু পরিসংখ্যান-ঐতিহ্যে বিস্তর ফারাক। লিভারপুল যেখানে খোঁজে সপ্তম শিরোপার, রিয়াল সেখানে দাঁড়িয়ে নিজেদের ১৪তম চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি বার্নাব্যুর জাদুঘরে জমানোর অপেক্ষায়।

২০১৮ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল অলরেড ও লস ব্লাঙ্কোসরা। সেই ফাইনালে লরিস ক্যারিয়াসের একাধিক ভুলে রিয়ালের কাছে পরাজয় বরণ করতে হয় লিভারপুলকে। সেই হিসেবনিকেশ চুকানোর তাড়না এখনও অনুভব করেন বলেই ফাইনালে রিয়ালকে চেয়েছিলেন লিভারপুলের তারকা উইঙ্গার মোহামেদ সালাহ। তবে তাকে আরও খানিকটা পেছনে যাওয়ার পথ দেখিয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। তিনিও জানিয়েছেন কিছু পুরনো লেনদেন শোধ করার আশা। ১৯৮১ সালে প্যারিসের সেই ফাইনালে স্প্যানিশ চ্যাম্পিয়নদের ১-০ গোলে হারিয়ে ট্রফি উৎসব করেছিল লিভারপুল।

এই মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের পথচলাটা রিয়ার মাদ্রিদের জন্য যেন রুপালি পর্দার সিনেমার মতোই। গ্যালাক্টিকো যুগ আর নেই। নকআউট পর্বের প্রতি ম্যাচেই আন্ডারডগ হিসেবে মাঠে নেমে পিছিয়ে পড়েও একে একে পিএসজি, চেলসি, ম্যানসিটির মতো দলকে হারিয়ে ফাইনালে এসেছে স্প্যানিশ ক্লাবটি। ফাইনালে ইনজুরিমুক্ত দল রিয়ালের।