আগামী  সেপ্টেম্বর মাস থেকে দেশে আর কোনও লোডশেডিং থাকবে না বলে আশাবাদ প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘আমরা ঘরে ঘরে শতভাগ বিদ্যুৎ দিয়েছি, তাহলে কেন লোডশেডিংয়ের মধ্যে থাকবো?’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন।

মন্ত্রী বলেন, ‘লোডশেডিং নিয়ে বৈঠকে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি।’

‘দেশের পরিস্থিতি ক্রমান্বয়ে ভালো হচ্ছে’- দাবি করে মন্ত্রী বলেন, ‘অনেকে বলেছিলেন, দেশ শ্রীলঙ্কা হয়ে গেলো। ইনশাআল্লাহ শ্রীলঙ্কা হয়নি, দুই মাস হয়ে গেলো। রিজার্ভ কিছুটা নেমেছিল, এখন টেকসই অবস্থায়। রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। ঈদের পর অনেক রেমিট্যান্স পেয়েছি, ৩০ শতাংশ বেড়েছে। এক্সপোর্টের হাওয়া ভালো, এছাড়া রাজস্ব আদায়ও ভালো।’