বিয়ের আড়াই মাস পার না হতেই পারিবারিক কলহের জেরে মারা গেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছন্দা রায়। সোমবার বিকেলে ঢাকার মুগদা থানার মানিক নগর এলাকার ভাড়া বাসায় ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের স্বামীর দাবি, এটি আত্মহত্যা। তবে তার শিক্ষক ও সহপাঠীরা দাবি করেছেন এটি হত্যা।
ছন্দার মরদেহ বর্তমানে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. ফরিদ উদ্দীন খান বলেন, ‘মৃত্যুর খবরটি আমরা মেনে নিতে পারছি না। তিন মাস হলো মাত্র বিয়ে হয়েছে। এরই মধ্যে সে আত্মহত্যা করেছে। কী এমন হয়েছে তার সঙ্গে জানি না ‘